রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৫ আসনে আ.লীগ বিএনপি জামায়াত জোট ঐক্যফ্রন্টসহ বিভিন্ন দলের মাঠ পর্যায়ের ভোটযুদ্ধের প্রস্তুতি। আ.লীগ লড়াই করবে তাদের পাঁচ বছরের অবস্থান অঁটুট রাখার জন্য। প্রক্ষান্তরে বিএনপি জোট তথা ঐক্যফ্রন্টের প্রার্থী কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া জামায়াত নেতা আ ন ম শামশুল ইসলাম। তাদের দীর্ঘ দিনের জামায়াতের ঘাটি এলাকা পূর্ণ উদ্ধারের লক্ষ্যে তারা লড়াই করবে। সাতকানিয়া লোহাগাড়া আসনে আ.লীগ প্রার্থী মনোনয়নের নতুন কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়নি। গত বারের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজাম্দ্দুীন নদভী এবার মনোনয়ন পেয়েছেন তিনি নৌকা প্রতীক নিয়ে উন্নয়নের প্রচার-প্রচারণায় ব্যস্ত রয়েছেন। পক্ষান্তরে কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া ঐক্যফ্রন্ট প্রার্থী আ ন ম শামশুল ইসলাম। বর্তমানে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি চট্টগ্রাম ১৫ আসনের সাবেক জামায়াত এমপি। মূলত এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্ব›িদ্বতা হবে এবার জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে। ঐক্য ফ্রন্টের প্রার্থী সদ্য কারামুক্ত তবুও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে আপসহীন তারা। জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে সুসংহত হচ্ছে বিএনপি জামায়াত জোট নেতারা। এবার তারা যেকোনো মূল্যে ভোট ছিনতাই বন্ধ করবে। এলাকা এবং ভোটকেন্দ্র পাহারা দেবে। কেউ শক্তি প্রয়োগ করার চেষ্টা করলে তারা সম্মলিতভাবে প্রতিরোধ করবে। এ লড়াই যেন বাঁচার লড়াই, এবার ঘুরে দাঁড়াতেই হবে। মামলা-হামলায় জর্জরিত বিএনপি-জামায়াত এ আসনে ভোটারদের মাঠে আনতে পারলে বিপুল ভোটে ঐক্যফ্রন্টের প্রার্থীর বিজয় হবে বলে সকলের বিশ্বাস।
এদিকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর পক্ষে মাঠে রয়েছেন নেতাকর্মীরা। আ.লীগের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তাদের মার্কা নৌকা প্রতীক নিয়ে উন্নয়নের প্রচারণায় ব্যাস্থ রয়েছেন। চট্টগ্রাম ১৫ আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে ফলে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে উপজেলার তৃণমূলের তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো। আ.লীগের এ আসনে ভোটযুদ্ধে জয়ী হওয়াটা অনেকাংশে সহজ হবে বলে মনে করেন দলের নেতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।