রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দাউদকান্দি উপজেলা সদরে ডিকে ভবনে কুমিল্লা-১ আসনের আ.লীগ থেকে মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন তিনি যদি আবারো এমপি নির্বাচিত হতে পারেন, তা হলে তার স্বপ্নের অসমাপ্ত কাজগুলো শেষ করবেন। গতকাল সোমবার দুপুর ১২টায় তিনি বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক লেখনির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারে। জনগণের ভোটে তৃতীয়বার নির্বাচিত হলে দাউদকান্দিকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা করা হবে, মেঘনা গোমতী, কাঁঠালিয়া, কালাডুমুর, খিড়াই নদী খনন করা হবে, দাউদকান্দি মেঘনার বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত করা হবে, নতুন করে মেঘনায় অনেক সড়ক পাকা করা হবে, দাউদকান্দিকে শিল্পাঞ্চল ঘোষণা করা হবে, মেঘনা সদর ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হবে, মেঘনায় একটি খাদ্যগুদাম করা হবে। তিনি সাংবাদিকদের আরো বলেন, আমি উন্নয়নে বিশ্বাসী উন্নয়ন করা আমার এবং আমার সরকারের কাজ। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে, যার কারণে তিনি আজ বিশ্বনেত্রী। এ সময় উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী মাহমুদা ভূঁইয়া, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম। উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, সাংবাদিক সেলিম আহমেদ, সাংবাদিক বাবুল, সাংবাদিক লিপু মাস্টার, সাংবাদিক জিল্লু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।