প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী উম্মে রুমা ট্রফি’র নজরুল সঙ্গীতের অ্যালবাম ‘চৈতী চাঁদের আলো’। অ্যালবামটির সঙ্গীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামটিতে নজরুলের ১২টি জনপ্রিয় গান রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- নহে নহে প্রিয়, চৈতী চাঁদের আলো, তুমি আরেকটি দিন থাকো, মোর না মিটিতে আশা ও মনে পড়ে আজ সে কোন জনমে ইত্যাদি। এটি কন্ঠশিল্পী ট্রফি’র নজরুল সঙ্গীতের প্রথম একক অ্যালবাম। ট্রফি বলেন, ছোট বেলা থেকে নজরুলের গানের সাথে সখ্য। এ ধারাবাহিকতায় অ্যালবামটি আমার প্রথম এবং আন্তরিক প্রয়াস। বুলবুল ললিতকলা একাডেমী থেকে সার্টিফিকেট কোর্স এবং নজরুল ইন্সটিটিউট থেকে পরপর দু’টি ডিপ্লোমা সম্পন্ন করেছি। বর্তমানে প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী শহীদ কবির পলাশের নিকট নজরুল সঙ্গীতের ওপর তালিম নিচ্ছি। আশা করি, আমার গাওয়া নজরুলের গানগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।