Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পিরোজপুরে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ৪:১৪ পিএম
পিরোজপুর শহরে সাব্বির হাওলাদার (২৩) নামে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।
 
সোমবার সকালে জেলা শহরের চাঁদমারী এলাকার একটি গাছ থেকে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত সাব্বির হাওলাদার নাজিরপুর উপজেলা ভূমি অফিসের কর্মচারী ছিদ্দিক হাওলাদারের ছেলে। তিনি এ বছর সোহরাওয়ার্দী কলেজের অনার্সের পরীক্ষার্থী ছিলেন।
 
নিহত ছাত্রের বাবা ছিদ্দিক হাওলাদার জানান, ভোর ৬টার দিকে মোটরবাইকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি গ্রামের বাড়ি থেকে টিউশনি করার উদ্দেশে শহরের চাঁদমারীতে যায়। এর পরই তার লাশ সেখানে পাওয়া যায়।
 
সদর থানার ওসি এসএম জিয়াউল হক জানান, প্রাথমিক অবস্থায় আমরা খোঁজখবর নিচ্ছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিরোজপুর

২৩ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ