Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রবিরোধী তথ্য ছড়ানোয় রাজধানীতে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের দায়ে শেখ রিয়াদ মুহাম্মদ নুর (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। শনিবার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস বলেন, শেখ রিয়াদ একটি কথিত অনলাইন পোর্টালে দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করে আসছে। এছাড়া নিজের ফেসবুক আইডি ছাড়াও বিভিন্ন নামে বেনামে ফেসবুক পেজ খুলে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস ও বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ার করতেন। গ্রেফতার ব্যক্তি নিজেকে মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক গবেষক এবং সাংবাদিক পরিচয় দিয়ে এসব অপকর্ম করতেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ