বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লা- ১ আসনে (দাউদকান্দি- মেঘনা) হেভিওয়েট দুই প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি (আওয়ামী লীগ) ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি)। সুবিদ আলী ভূইয়া ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ৪ বার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। এ আসনে দুই জনই হেভিওয়েট প্রার্থী হওয়ায় কুমিল্লাবাসীর নজর এখন এ আসনের দিকে। ড. খন্দকার মোশাররফ হোসেনের বিপরীতে কোন বিএনপির প্রার্থী মনোনয়ন আবেদন করেননি। দীর্ঘ ৩৪ বছর পর সুবিদ আলী ভূইয়া এ আসনটি উদ্ধার করে দাউদকান্দি মেঘনায় উন্নয়নমূলক কাজ করে ও দলকে শক্তিশালী করে মাঠ দখল করে রেখেছেন। ২০১৩ সালেও তিনি বিনা প্রতিযোগীতায় নির্বাচিত হন। অপরদিকে, বিএনপির দূর্গ নামে পরিচিত কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন ২০১৮ সালে ১৮ হাজার ভোটের ব্যবধানে হেরে পরবর্তীতে মামলা হামলায় মাঠ দখল করে রাখতে না পারলেও তফসিল ঘোষণার সাথে সাথে নেতাকর্মী সমার্থকদের নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। তবে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।