Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ দেখতে চান লুনা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমরা শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো। আমাদের নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানি অব্যাহত রয়েছে। এর মধ্যে দিয়েই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। গতকাল রোববার বেলা ১টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে চূড়ান্ত মনোনয়ন জমা দিতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই নারী রাজনীতিক বলেন, বিএনপি যখন থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। আমদেরকে লড়াই করতে হবে।

খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলীর নির্বাচনে থাকা প্রসঙ্গে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে ইলিয়াসপত্নী লুনা বলেন, আমদেরকে লড়াই করতে হবে। লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হবে। আমি অন্য কারো কাছে নির্ভরশীল হয়ে নির্বাচন করছি না। তিনি আরো বলেন, নির্বাচন আমার কাছে নতুন কোন বিষয় নয়। এর আগেও আমি স্বামীর সাথে বিগত নির্বাচনকালিন সময়গুলোতে মাঠে থেকেছি। এছাড়াও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি। নেতাকর্মীদের চাওয়ার কারণেই এ আসনে আমার প্রার্থী হওয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ