Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীর তিনটি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

এবিএম নিজাম উদ্দিন | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৯:১৩ পিএম

ফেনীতে তিনটি সংসদীয় আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। রোববার বিকালে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ফেনী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, ফেনী-২ আসন থেকে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপিসাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার, ফেনী-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সাংসদ হাজী রহিম উল্যাহ ও জেএসডি (রব) কেন্দ্রীয় সহ-সম্পাদক প্রার্থী শহিদ উদ্দিন মাহমুদ স্বপন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এবার নির্বাচনী মাঠে রয়েছেন আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন দলের মোট ২৩জন প্রার্থী। এদের মধ্যে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনে জাসদ সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার, বিএনপি দলীয় প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু, জেলা আওয়ামী লীগ সদস্য ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, খেলাফত আন্দোলন আনোয়ার উল্যাহ ভূঞা, জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী এটিএম গোলাম মাওলা চৌধুরী, বিএনএফ শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলন প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, ইসলামী ফ্রন্ট কাজী মাওলানা নুরুল আলম ও তারেকুল ইসলাম নির্বাচনী মাঠে রয়েছেন। ফেনী-২ (সদর) আসনে বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় প্রার্থী নিজাম উদ্দিন হাজারী, বিএনপি দলীয় প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, ইসলামী আন্দোলন প্রার্থী নুরুল করিম বেলালী, নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন নির্বাচন করবেন। এদিকে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ সৈকত, বাসদ প্রার্থী হারাধন চক্রবর্তী, বিএনএফ শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলন প্রার্থী আবদুর রাজ্জাক, পিডিপির প্রার্থী গোলাম হোসেন ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মাঈন উদ্দিন নির্বাচন করবেন। এর আগে ফেনীতে আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ৩৪ প্রার্থীর মধ্যে ২৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। পরে রোববার ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ