বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের দেওয়া আজ ৯ ডিসেম্বর (রোববার) প্রত্যাহারের শেষ দিনে আওয়ামীলীগ, বিএনপিসহ মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সন্ধায় রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর ৪ টি সংসদীয় আসনের মধ্যে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নির্বাচনে লড়বে মোট ৪ টি আসনে ২৪ জন প্রার্থী। এর মধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা হলেন, বিএনপির প্রার্থী হারুনুর রশিদ, জাতীয় পার্টির জাকির হোসেন পাটোয়ারী, মাহবুবু আলম (স্বতন্ত্র), মো: শাহাব উদ্দিন (স্বতন্ত্র), এস এ গোফরান (জেএসডি)।
এ আসনে প্রার্থী হিসেবে থাকছে আনোয়ার হোসেন খান (আওয়ামীলীগ), শাহাদাত হোসেন (এলডিপি), আলমগীর হোসেন (জাতীয় পার্টি), রফিকুল ইসলাম (ইসলামিক আন্দোলন বাংলাদেশ), সিরাজ মিয়া (বিএনএফ), রেজাউল করিম (মুসলীগ লীগ)।
লক্ষ্মীপুর-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন হারুনুর রশিদ (বিএনপি), শাহ আহমদ (বাদল), সৈয়দ বেলায়েত হোসেন (জেএসডি), রুহুল আমিন ভৃঁইয়া (স্বতন্ত্র), এম এ ইউসুফ (জেএসডি)।
এ আসনে প্রার্থী হিসেবে যারা রয়েছেন,জাতীয় পার্টির মো: নোমান, আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শহিদ ইসলাম পাপুল, বিএনপির প্রার্থী আবুল খায়ের ভৃঁইয়া, মো: হেলাল উদ্দিন ইসলামিক (ফ্রন্ট), শাহাজাহান পাটোয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: ফয়েজ উল্যা শিপন (মুসলিম লীগ)।
লক্ষ্মীপুর-৩ আসনে মনোয়নপত্র প্রত্যাহার করেছে আওম শফিক উল্যা (গণফোরাম), জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, আওয়ামীলীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী এম এ সাত্তার, মোহাম্মদ উল্যা (মুসলিম লীগ), জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও (স্বতন্ত্র) শাহাব উদ্দিন সাবু, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জেএসডি)।
প্রার্থী হিসেবে রয়েছেন,আওয়ামীলীগ প্রার্থী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একে এম শাহাজাহান কামাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (বিএনপি), মো: ইব্রাহিম (ইসলামিক আন্দোলন বাংলাদেশ), নুর মোহাম্মদ (বাংলাদেশ জাতীয় পাটি), সেলিম মাহমুদ (ন্যাশনাল পিপলস পাটি)।
লক্ষ্মীপুর-৪ রামগতি আসনে প্রার্থী প্রত্যাহার করেছে বর্তমান সাংসদ মো: আবদুল্লা তার স্ত্রী মাহমুদা বেগম।
প্রার্থী হিসেবে রয়েছেন ,আবদুল মান্নান (বিকল্পধারা), আবদুর রাজ্জাক (জাতীয় পাটি), আসম আবদুর রব (জেএসডি), তার স্ত্রী তানিয়া বর (জেএসডি), এ্যাড: মিলন মন্ডল (বাসদ), মো: শরীফুল ইসলাম ইসলামিক আন্দোলন বাংলাদেশ। লক্ষ্মীপুরের জেলা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার অঞ্জন চন্দ্র পাল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।