Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে প্রত্যাহার একজন বাতিল একজন

এস,এম লায়েক আলী | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৮:০৫ পিএম | আপডেট : ৮:২১ পিএম, ৯ ডিসেম্বর, ২০১৮

পঞ্চগড়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিনে রবিবার বিকেলে পঞ্চগড়ের দুটি আসনের মধ্যে পঞ্চগড়-১ (আটোয়ারী, সদর ও তেঁতুলিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নাজমুল হক প্রধান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রোববার বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন কাছে তার মনোনয়ন প্রত্যাহার পত্র জমা দেন।
অপরদিকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের দলীয় বা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন না থাকায় তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। পঞ্চগড়ের দুইটি আসনে মোট ১৪ জন প্রার্থী নির্বাচনী মাঠে থাকবেন।
এরা হলেন- পঞ্চগড়-১ আসনে প্রার্থীরা হলেন, মো. মজাহারুল হক প্রধান (আওয়ামীলীগ), ব্যারিস্টার নওশাদ জমির (বিএনপি), রাশেদ প্রধান (জাগপা), মো. আব্দুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ সুমন রানা (জাকের পার্টি), মোঃ হাবিবুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এবং আবু সালেক (জাতীয় পার্টি)।
পঞ্চগড়-২ আসনে প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন (আওয়ামীলীগ), আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ (বিএনপি), ব্যারিস্টার তাসমিয়া প্রধান (জাগপা), ফয়জুর রহমান মিঠু ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি), কামরুল হাসান প্রধান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) কমরেড মোঃ আশরাফুল আলম (সিপিবি) এবং মোঃ লুৎফর রহমান রিপন (জাতীয় পার্টি)।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আর একজনের দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ