বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার ৫টি নির্বাচনী আসনে জামায়তের চিঠি পাওয়া সকল প্রার্থী মনোনয়ন প্রত্যাহর করে নিয়েছেন। শুধু পাবনা-১ আসনে মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান স্বাতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন প্রত্যাহার করেননি। এদিকে, আ,লীগ মহাজোটের শরিক দলের সকল প্রার্থী তাদের মনোনয়ন প্রথ্যার করে নিয়েছেন। এই প্রেক্ষাপটে পাবনা ৪টি নির্বাচনী আসনে ধানের শীষ ও নৌকার একজন করে প্রার্থী থাকলেন। পাবনা-১ নির্বাচনী(সাঁথিয়া-বেড়া) আসনেও নৌকা ও ধানের শীষের প্রার্থী একজন করে প্রার্থী এবং জামায়াতের স্বতন্ত্র প্রার্থী থাকছেন নাজিবুর রহমার মোমনে। একাদশ জাতাীয় সংসদ নির্বাচনে পাবনা- আসনে নৌকা প্রতীকের এ্যাড. শামসুল হক টুকু, গণফোরামের ধানের শীষ প্রতীকের অধ্যাপক আবু সাইয়িদ এবং মাও: নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা-২ আসনে নৌকা প্রতীকের আহমেদ ফিরোজ কবির (সাবেক উপজেলা চেয়ারম্যান), বিএনপি’র ধানের শীষ প্রতীকের ২ বারের এম.পি এ্যাড. সেলিম রেজা হাবিব, পাবনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের ২ বারের সাবেক এম.পি কে.এম আনোয়ারুল ইসলাম এবং নৌকা প্রতীকের ৩ বারের এমপি মো: মকবুল হোসেন, পাবনা-৪ নির্বাচনী আসনে ভূমিমন্ত্রী ও ৪ বারের এম.পি শামসুর রহমান শরীফ ডিলু, এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতা ধানের শীষ প্রতীকের হাবিবুর রহমান হাবিব, পাবনা-৫ সদর আসনে নৌকা প্রতীকের ২বারের এম.পি গোলাম ফারুক প্রিন্স এবং ধানের শীষ প্রতীকের বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী ,বিআইডাব্লিউটিসির সাবেক চেয়ারম্যান, এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রার্থী হিসেবে নির্বাচনী লাড়াইয়ের মাঠে থাকলেন। সাধারণ ভোটাগণ সুষ্ঠু ,শান্তিপূর্ণ এবং পক্ষপাতহীন নির্বাচনের প্রত্যাশা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।