Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম রোকেয়া দিবস উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত

শরণখোলা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৪:২৮ পিএম

বাগেরহাটের শরণখোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাক্তন অধ্যক্ষ আঃ সাত্তার আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি। বিশেষ অতিথি ছিলেন রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি বাবুল দাস, ইন্সপেক্টর (তদন্ত) মফিজুল রহমান, রূপান্তরের উপজেলা ব্যবস্থাপক আলমগীর হোসেন মিরু ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বদিউজ্জামান বাদল। স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ হাই। শেষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য উপজেলার পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। এরো হলেন, সমাজ উন্নয়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, সফল জননী মিসেস মিনু রহমান, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সেলিনা আক্তার, অর্থনৈতিক ক্ষেত্রে পারভিন আক্তার ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী হেপী আক্তার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মাননা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ