Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনের শেষটা দেখতে চান ইলিয়াসপত্নী লুনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ৩:৫৩ পিএম

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেছেন, আমরা শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো। আমাদের নেতাকর্মীদের ওপর পুলিশি হয়রানি অব্যাহত রয়েছে। এর মধ্যে দিয়েই আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। রোববার বেলা ১টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে চূড়ান্ত মনোনয়ন জমা দিতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই নারী রাজনীতিক বলেন, বিএনপি যখন থেকে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। আমদেরকে লড়াই করতে হবে।
খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলীর নির্বাচনে থাকা প্রসঙ্গে সাংবাদিকরা তাঁর কাছে জানতে চাইলে ইলিয়াসপতœী লুনা বলেন, আমদেরকে লড়াই করতে হবে। লড়াই করে বিজয় ছিনিয়ে আনতে হবে। আমি অন্য কারো কাছে নির্ভরশীল হয়ে নির্বাচন করছি না।
আপনি তো নির্বাচনে নতুন প্রার্থী এমন প্রশ্নের জবাবে লুনা বলেন, নির্বচন আমার কাছে নতুন কোন বিষয় নয়। এর আগেও আমি স্বামীর সাথে বিগত নির্বাচনকালিন সময়গুলোতে মাঠে থেকেছি। এছাড়াও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি। নেতাকর্মীদের চাওয়ার কারণেই এ আসনে আমার প্রার্থী হওয়া।



 

Show all comments
  • Quddus ৯ ডিসেম্বর, ২০১৮, ৪:৩৯ পিএম says : 0
    Go ahead with your spraha you will be successful allah hafez
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ৯ ডিসেম্বর, ২০১৮, ৫:১৩ পিএম says : 0
    সাব্বাস ধন্য, ধন্যবাদ আপনাকে। আপনি একজন অত্যন্ত সাহসী সম্মানিত মায়ের জাত। আপনারা অত্যন্ত সম্মানিত আপনারা রান্না ও করেন আবার যুদ্বের ময়দানে যুদ্ধ ও করেন। আমার সালাম গ্রহণ করিবেন। আপনি বীজয়ী হইয়া ঘড়ে ফিরিবেন। ইনশাআল্লাহ। ********* সন্দেহ নাই। এবারের সংগ্রাম জালীম ধংসের সংগ্রাম। ইনশাআল্লাহ। *********
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ