বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের ৪টি ভোটকেন্দ্রে ইভিএমে প্রশিক্ষণ (মক) ভোট অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। নির্বাচনের সাধারণ ভোটার যাতে সহজে ইভিএম সম্পর্কে ধারণা এবং কিভাবে ভোট দিতে হয়; এজন্য এ মক ভোটের আয়োজন করা হয়।
কোতোয়ালীর এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, এনায়েত বাজার মহিলা কলেজ, রেলওয়ে কলোনী সিটি করপোরেশন স্কুল ও অপর্না চরণ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারদের সম্পৃক্ত করে কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কারিগরি টিমের সমন্বয়ে ভোটগ্রহণ হয়।
কোতোয়ালী থানা নির্বাচন কর্মকর্তা বলেন, আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ইভিএমে ব্যবহারের সিদ্ধান্তের পর প্রস্তুতি হিসেবে ৪ কেন্দ্রে মক ভোট গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।