Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ওসমানী হাসপাতালে বিশেষ উদ্যোগ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

রোগীদের আরো উন্নত সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এই লক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর থেকে বিশেষ সেবা সপ্তাহ পালন করবে হাসপাতালটি। গতকাল শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

মতবিনিময় সভায় পরিচালক গত ১০ বছরে ওসমানী হাসপাতালে সংযোজিত বিভিন্ন সেবা কার্যক্রমের তথ্য তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- ১০ বেডের পূর্ণাঙ্গ আইসিইউ বিভাগ চালু, নতুন ক্যাজুয়ালিটি বিভাগ চালু, আউটডোর সেবা সম্প্রসারণের লক্ষ্যে নতুন ১০তলা ভবন নির্মাণ, হাসপাতালে নতুন একটি ওয়ার্ড চালু, অত্যাধুনিক কোবাল্ট-৬০ মেশিন স্থাপন, এইচআইভি ও এইডস রোগের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা, শিশু ও নবজাতকের চিকিৎসাসেবায় নতুন এনআইসিইউ বিভাগ চালু, অটিজম সেল চালু, বিরল রোগ প্রজেরিয়ার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ।

এসব তথ্য সম্বলিত একটি ক্রোড়পত্রেরও মোড়ক উন্মোচন করা হয় মতবিনিময় সভায়। পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- হাসপাতালের উপ পরিচালক ডা. দেবপদ রায়, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রভাত রঞ্জন ও সাংবাদিক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল প্রমুখ।

হাসপাতালের পরিচালক জানান, ওসমানী হাসপাতালে নতুন নতুন অনেক চিকিৎসাসেবা চালু হয়েছে। কিন্তু নতুন এসব সেবা সম্পর্কে এখনো অবগত নন সাধারণ মানুষ। তাই এই সেবাগুলোর তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সেবা সপ্তাহে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতেও হাসপাতালের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে রোগী ও তাদের স্বজনদের সাথে চিকিৎসক ও হাসপাতালের স্টাফদের সম্পর্ক আরো নিবিড় হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ