রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে মাঠে আসছেন সরওয়ার জামাল নিজাম। তিনি এ আসনে বিএনপির ব্যানারে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে এ আসনে বিএনপি দুজনকে মনোনয়ন দেয়। তারা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সরওয়ার জামাল নিজাম ও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। বাছাই পর্বে দুই জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। এরপর থেকে ধোঁয়াশার মধ্যে ছিলেন দলের নেতাকর্মীরা। গেল শুক্রবার এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে চ‚ড়ান্ত মনোনয়ন পান সরওয়ার নিজাম। এ খবর নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে তার অনুসারীরা আনন্দ-উল্লাসে মেতে উঠেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।