বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল)আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী কুঁড়ি সিদ্দিকী সখিপুর উপজেলার ১৪টি স্থানে গণসংযোগ করেছেন ও উপজেলা পৌর স্বেচ্ছাসেবক লীগ এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার ক্যাপ্টেন মোড়, সরকারি মুজিব কলেজ মোড়,বহেড়াতৈল,বেতুয়া,কালিয়ান,কচুয়া,কালিয়া,বড়চওনা,কুতুবপুর,ডাবাইল গোহাইলবাড়ি সহ ১৪টি স্থানে গণসংযোগ করেন। গণতন্ত্র পূনরোদ্ধারে,খালেদা জিয়ার মুক্তিতে সাধারণ ভোটারদের নিকট ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এসময় তাঁর সাথে ছিলেন, কুঁড়ি সিদ্দিকীর মা কৃষক শ্রমিক জনতা লীগ কেন্দ্রীয় নেতা নাসরিন সিদ্দিকী,সখিপুর উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি শেক মো.হাবিব,উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আতোয়ার রহমান,সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম,কেন্দ্রীয় যুব আন্দোলন আহবায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডভোকেট জোয়াহেরুল ইসলাম কে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের সখিপুরে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সখিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিআরডিবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে উক্ত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক-ই-রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মজিবর রহমান মজিদ, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান শোভন, মহিলা বিষয়ক সম্পাদক আরজিনা আক্তার, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খান রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজু প্রমুখ। এছাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগ,আট ইউনিয়ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি,সম্পাদক উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।