Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চ্যানেল আইতে বইমেলা সরাসরি সম্প্রচার হবে

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে প্রতিদিন অমর একুশে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বইমেলা সরাসরি সম্প্রচারের এই উদ্যোগে চ্যানেল আইয়ের সঙ্গে রয়েছে আইএফআইসি ব্যাংক। অন্যবারের চেয়ে এবারের বইমেলা টেলিভিশনের পর্দায় উপস্থাপনে আনা হয়েছে ভিন্নতা। থাকবে বইমেলা নিয়ে নাটিকাসহ নতুন বই পরিচিতি, লেখক ও পর্যটকদের সাক্ষাৎকার ইত্যাদি। বইমেলার বিস্তারিত জানাতে গত ২৫ জানুয়ারি দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে বইমেলা সরাসরি প্রসঙ্গে নানাদিক উপস্থাপন করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বইমেলা সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বইমেলার সাথে আইএফআইসি ব্যাংকের সম্পৃক্ততা ব্যাখ্যা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার। সংবাদ সম্মেলনে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, মেলার মাধ্যমে পাঠকরা আকৃষ্ট হয় বইয়ের প্রতি। এর সাথে যুক্ত রয়েছে বাণিজ্যিক সম্পর্ক। সংস্কৃতির ক্ষেত্রে, লেখা পড়ার ক্ষেত্রে ও নান্দনিকতার ক্ষেত্রেও বইয়ের তুলনা অপরিসীম। বই পড়ার মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও মানুষের মানবিক গুণাবলী প্রকাশেও বড় একটি ভূমিকা পালন করে। এ সময় আরো উপস্থিত ছিলেন বইমেলার উপস্থাপক লুৎফর রহমান রিটন ও আহমাদ মাযহার, আনন্দ আলো ও বইমেলা প্রতিদিন সম্পাদক রেজানুর রহমান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। মেলা প্রাঙ্গণ থেকে অনুষ্ঠানটি প্রতিদিন সরাসরি সম্প্রচার হবে বিকেল ৫.৩০ মিনিটে। শুধুমাত্র বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে সম্প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যানেল আইতে বইমেলা সরাসরি সম্প্রচার হবে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ