Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়ের উৎস না থাকলেও বাড়ি গাড়ির মালিক জি এম কাদের

লালমনিরহাট থেকে মো. আইয়ুব আলী বসুনীয়া : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

নিজস্ব আয়ের কোনো উৎসই নেই। তবুও বিশাল ব্যাংক ব্যালেন্স, নগদ টাকা ও বিলাসবহুল বাড়ি-গাড়ির মালিক জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। এবার লালমনিরহাট-৩ (সদর) আসনের মহাজোটের প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়নপত্রের হলফনামায় এমন তথ্য দিয়েছেন জিএম কাদের।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরের হলফনামায় পেশা হিসেবে রাজনীতিকে দেখিয়েছেন। তবে তার নিজের আয়ের কোনো উৎস নেই। তবুও তিনি বাড়ি ও গাড়ির মালিক। রয়েছে নিজ নামে ব্যাংক ব্যালেন্স ও নগদ টাকা। আয়ের উৎস বলতে তার উপর নির্ভরশীলদের বাড়ি ও দোকান ভাড়ার ১১ লাখ ৫৮ হাজার এবং ব্যবসা থেকে ৪ লাখ ৪০ হাজার টাকা। এর বাইরে তার আয়ের কোনো উৎসই নেই।
আয়ের উৎস না থাকলেও জিএম কাদেরের অস্থাবর সম্পদে নগদ ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা ও ব্যাংকে জমা রয়েছে ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা এবং স্ত্রীর হাতে নগদ ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা ও ব্যাংকে জমা ৪ লাখ ৭২ হাজার ৫৮২ টাকা। ৪৪ লাখ টাকা মূল্যের নিজ নামে একটি প্রাডো জিপ রয়েছে তার। স্ত্রীর নামে রয়েছে ১৫ লাখ টাকার একটি প্রাইভেটকার। স্ত্রীর চেয়ে নিজের দখলে রয়েছে বেশি অলঙ্কার। স্ত্রীর অলঙ্কার কিনেছেন অনেকটাই পানির দামে। তার নিজ নামে রয়েছে ১১ তোলা অলঙ্কার। যার মূল্য এক লাখ ১২ হাজার টাকা। অথচ স্ত্রীর নামে ১০ তোলা অলঙ্কারের মূল্য মাত্র ৪৫ হাজার টাকা।
জিএম কাদের নিজ নামে কোনো ইলেকট্রনিক্স সামগ্রী না কিনলেও স্ত্রীর নামে দুই লাখ ৫০ হাজার টাকার টিভি, ফ্রিজ ও এসি রয়েছে। নিজের দখলে এক লাখ ৩২ হাজার টাকা মূল্যের আসবাবপত্র রাখলেও স্ত্রীর নামে রয়েছে প্রায় তিনগুণ। নিজের নামে একটি পিস্তল ও একটি রাইফেল থাকলেও স্ত্রীর নিরাপত্তার জন্য ব্যক্তিগত কিছু নেই।
স্থাবর সম্পদের বিবরণে জিএম কাদের উল্লেখ করেন নিজ নামে ৬ লাখ ৩৮ হাজার টাকা মূল্যে লালমনিরহাট শহরে ১১ দশমিক ৫০ শতাংশ জমির সেমিপাকা একটি বাড়ি ও ৬ লাখ ৬১ হাজার ৪১১ টাকা মূল্যে রাজধানীর উত্তরায় ৪তলা বাড়ির ১/৪ অংশের মালিক। এছাড়াও ঢাকায় স্ত্রীর নামে রয়েছে সমপরিমাণ ও সমমূল্যের একটি বাড়ি। ঋণ বা দেনা পাওনা তার নিজের, স্ত্রী বা নির্ভরশীলদের নামে নেই। অতীত বা বর্তমান কখনই মামলায় পড়েননি এ রাজনীতিবিদ। স্ত্রী বা নির্ভরশীলদের নামেও কখনো কোনো মামলা হয়নি বলে হলফনামায় উল্লেখ করেন জিএম কাদের। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বাবার নাম মৃত মকবুল হোসেন, মাতা মৃত মজিদা খাতুন। নিজের ঠিকানা উল্লেখ করেছেন উচাটারী, হাসপাতাল রোড লালমনিরহাট। তিনি লালমনিরহাট-৩ (সদর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙল প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ