বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটে বিএনপি ও শরিকদলের মধ্যে আসন ভাগাভাগির বিষয়টি চ‚ড়ান্ত হতে যাচ্ছে। তবে কিছু কিছু এলাকায় এখনো তা চূড়ান্ত না হওয়ায় জোট নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি হচ্ছে প্রচুর। এ রকম পরিস্থিতিতে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপি ও জামায়াত পৃথকভাবে প্রার্থী ঘোষণা করে রেখেছে। বিএনপির মনোনয়ন পেয়েছেন সপ্তম ও অষ্টম সংসদের নির্বাচিত সংসদ সদস্য আলমগীর ফরিদ এবং জামায়াতের মনোনয়ন পেয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং নবম সংসদের নির্বাচিত সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ। তবে আসন ভাগাভাগি চ‚ড়ান্ত না হওয়ায় জেলার তিন আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করলেও এই আসনে করেনি।
অন্যদিকে জামায়াতও নাছোড়বান্দা। কারণ জোটের হিসাবে এই আসনটি হামিদ আযাদের পাওয়ার কথা। তবে তিনি শেষ পর্যন্ত কারামুক্ত হয়ে নির্বাচনের মাঠে আসতে পারছেন কিনা?
তা নিয়ে সংশয় রয়েছে। ফলে প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে রয়েছে এই আসনের বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এই বিষয়টি এখন মহেশখালী-কুতুবদিয়া ছাড়িয়ে গোটা কক্সবাজারে আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।