Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন-ফাহমী গোলন্দাজ বাবেল

গফরগাঁও থেকে মুহাম্মদ আতিকুল্লাহ | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, চলমান উন্নয়নের স্বার্থে নৌকায় আবারো ভোট দেয়ার জন্য নারী-পুরুষ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত কয়েক বছরে মহাজোট সরকারের আমলে গফরগাঁও উপজেলায় নজিরবিহীন উন্নয়ন হয়েছে। চলতি বছরে গফরগাঁও-ভালুকা-হোসেনপুর সড়ক, ময়মনসিংহ-গফরগাঁও- টোক-সড়ক ও গফরগাঁও-বরমী সড়কের কাজ শুরু হতে যাচ্ছে। রোস্তম আলী গোলন্দাজ হাইস্কুল ময়দানে গতকাল শুক্রবার বিকেলে গফরগাঁও উপজেলা শাখা বাংলাদেশ আ.লীগ আয়োজিত এক বিশেষ বর্ধিতসভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন। উপজেলা আ.লীগের আহ্বায়ক ফাহমী গোলন্দাজ বাবেল এমপির সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন (বাবুল), ময়মনসিংহ মহানগর আ.লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত, উপজেলা চেয়ারম্যান মো, আশরাফ উদ্দিন (বাদল), গফরগাঁও পৌর আ.লীগের সভাপতি মো. আবদুল হালিম (মানিক), জাতীয় সংসদ সদ্যস্যর একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি প্রিন্সীপাল মাওলানা আতাউর রহমান, বারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম, গফরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম খোকন ও ৩ নম্বর চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান আ. লীগ নেতা মাছুদুজ্জামান (মাসুদ) প্রমুখ। ফাহমী গোলন্দাজ বাবেল এমপি আরো বলেন, বিজয়ের মাসে আ.লীগ বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে। এখানকার আ.লীগসহ অন্যান্য অঙ্গসংগঠন খুবই শক্তিশালি ও ঐক্যবদ্ধ রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ