Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলা উৎসবে সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলা গানের প্রাচুর্য্য, ঐশ্বর্য, বন্দনা, বৈচিত্র তুলে ধরতে কলকাতায় যৌথভাবে আয়োজন করা হচ্ছে বাংলা উৎসব। আগামী ৪ জানুয়ারি থেকে কলকাতার নজরুল মঞ্চে তিন দিনের এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে বিশেষ সম্মান জানানো হবে বাংলাদেশের সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে। উৎসবের আয়োজক বাংলাদেশের বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার বন্ধন ব্যাংক। তারা জানায়, বাংলা সংগীতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পাচ্ছেন এই বরেণ্য কণ্ঠশিল্পী। এছাড়া একইভাবে সম্মানিত হবেন ভারতের সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায়। এক প্রতিক্রিয়ায় সাবিনা ইয়াসমিন বলেন, আমার গানের ক্যারিয়ারে এই প্রাপ্তির খবর নিঃসন্দেহে গর্বের। শুধু এটা নয়, প্রতিটা সম্মাননা প্রাপ্তির খবরই আমার জন্য গর্বের। উল্লেখ্য, দুই বাংলার গানের শিল্পীদের অংশগ্রহণে আগামী ৪, ৫ ও ৬ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। এর আগে ২০১৩ সালে এমন একটি আয়োজন হলেও সেখানে বাংলার বাইরেও অন্য ধরনের গান ছিল। তবে এবার থেকে শুধু বাংলা গান নিয়েই এ আয়োজন চলবে। জানা যায়, উৎসবে দুই দেশের বিভিন্ন ঘরানার শিল্পীরা গান পরিবেশন করবেন। বাংলাদেশ থেকে অংশ নেবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শ্যামা রহমান, চন্দনা মজুমদার, এ্যান্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। নাচ পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। ভারত থেকে এই তালিকায় থাকছেন শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলা উৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ