Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন -ফাহমী গোলন্দাজ বাবেল এমপি

গফরগাঁও থেকে মুহাম্মদ আতিকুল্লাহ | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ৫:০৯ পিএম

ময়মনসিংহ- ১০(গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন ঃ চলমান উন্নয়নের স্বার্থে নৌকায় আবারও ভোট দেয়ার জন্য নারী/পুরুষ ভোটারদের প্রতি আহবান জানান । তিনি বলেন , বিগত কয়েক বছরে মহাজোট সরকারের আমলে গফরগাঁও উপজেলায় নজিরবিহীন উন্নয়ন হয়েছে ।চলতি বছরে গফরগাঁও –ভালুকা-হোসেনপুর সড়ক , ময়মনসিংহ-গফরগাঁও-টোক-সড়ক ও গফরগাঁও –বরমী সড়কের কাজ শুরু হতে যাচ্ছে । রোস্তম আলী গোলন্দাজ হাই স্কুল ময়দানে আজ শ্রক্রবার (৭ ডিসেম্বর)বিকেলে গফরগাঁও উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন । উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফাহমী গোলন্দাজ বাবেল এমপির সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন (বাবুল) , ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত, উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল) , গফরগাঁও পৌর আঃলীগের সভাপতি মোঃ আবদুল হালিম (মানিক) , জাতীয় সংসদ সদ্যস্যর একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল , উপজেলা যুবলীগের সাবেক সভাপতি প্রিন্সীপাল মাওলানা আতাউর রহমান , বারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম , গফরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম খোকন ও ৩নং চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান আঃ লীগ নেতা মাছুদুজ্জামান (মাসুদ) প্রমুখ । ফাহমী গোলন্দাজ বাবেল এমপি আরও বলেন , বিজয়ের মাসে আওয়ামীলীগ বিপুল সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করবে । এখানকার আওয়ামীলীগসহ অন্যান্য অঙ্গসংগঠন খুবই শক্তিশালি ও ঐক্যবদ্ধ রয়েছে ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ