Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা চাই’

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) উপজেলা সংবাদদাসা | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

ঠাকুরগাঁও ৩ আসনে পীরগঞ্জে - রাণীশংকৈল ১৮ বছরেও নেই নৌকার প্রার্থী একটি বারের মতো ইমদাদুল হককে নৌকার প্রার্থী হিসাবে সুযোগ দিন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে ৫ম দিনের মত বিক্ষোভ মিছিল ও নৌকা প্রতীক চেয়ে বিক্ষোভ কর্মসূচী পথ সসমাবেশ করেছে পীরগঞ্জ আওয়ামী লীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠন।যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে পর্যন্ত পৌর বিক্ষোভ করেন তারা। এ সময় “দাবী মোদের একটাই ইমদাদুল হকে নৌকা চাই নৌকা দিতে হবে,ঠাকুরগাঁও ৩ আসনে ১৮ বছরেও নৌকার প্রার্থী না থাকায় এই বিক্ষোভ ও পথো সমাবেশ হয়।এমপি ইমদাদুল হককে নৌকার প্রার্থী এবং নৌকার মাঝি হিসেবে দেখতে চাই” সহ বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। অনশন চলাকালে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্নো সাধারন সম্পাদক, ও পৌর মেয়ের কশিরুল আলম জেলা পরিষদ সদস্য সেতেরা হক, পীরগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলওয়ারা খাতুন বুলবুল, সাধারণ সম্পাদক ভারতী রাণী রায়, সহ সভাপতি কামরুন নেছা আইভি, ইউপি সদস্য সাইদা খাতুন, স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক রাজিউর রহমান রাজু ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী দুলাল প্রমূখ। বক্তারা বলেন, ঠাকুরগাঁও-৩ আসন আওয়ামীলীগের দূর্গ হিসেবে পরিচিত। কিন্তু জোট-মহাজোটের কারণে ইমদাদুল হক বিগত দুইটি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীকে মনোনয়ন পেয়েও কেন্দ্রীয় নির্দেশে দলের স্বার্থে তা প্রত্যাহার করেন। বিগত কয়েকটি নির্বাচনে আওয়ামীলীগের কাঁধে ভর করে কখনো ওয়ার্কাস পার্টি, কখনো জাতীয় পার্টির লোকজন এমপি নিবাচিত হয়েছেন। এবার এ আসনের মানুষ তা মেনে নেবে না। যদি ইমাদুল হককে নৌকা প্রতীকে মনোনয়ন না দিয়ে জোট-মহাজোটের কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় তাহলে এ আসনটি মহাজোটের বাইরে যাওয়ার সম্ভবনা রয়েছে। পরে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে আওয়ামীলীগ সহ সহযোগী ও অঙ্গ সংগঠনে অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ