Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-সাভার-পাটুরিয়া রুটে চলবে ট্রেন

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৫ এএম

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত রেললাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা-সাভার-পাটুরিয়া রুটে এই রেল লাইন চালু হবে। রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সালামের স্বাক্ষর করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। গত ৩ ডিসেম্বর জারি হওয়া ওই আদেশে বলা হয়, ঢাকা-সাভার-পাটুরিয়া সেকশনে রেল লাইন নির্মাণের জন্য সম্ভাবতা যাচাই ও বিশদ ডিজাইনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এরপরই নতুন করে এই সেকশনে রেললাইন নির্মাণের জন্য কাজ শুরু হবে বলে আদেশে বলা হয়। গতকাল বৃহস্পতিবার এই রুটে রেল লাইনের অবেদনকারী গণমাধ্যমকর্মী কামরুজ্জামানকে খানকে পত্র দিয়ে তা অবগত করা হয়।

গত ৭ অক্টোবর সাপ্তাহিক সাভার সংবাদ পত্রিকার সম্পাদক কামরুজ্জামান খান সাভার উপজেলাবাসীর হয়ে ‘রাজধানীর যানজট কিছুটা হলেও কমাতে ঢাকা-সাভার-পাটুরিয়া রুটে ট্রেন সার্ভিসের জন্য আবেদন’ শীর্ষক একটি আবেদনপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের এক সভায় ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত রেল লাইন চালুর সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান খান বলেন, সম্ভাব্যতা যাচাই ও ডিজাইন শেষে নতুন রেলপথ নির্মাণ করা হবে। এ সংক্রান্ত একটি চিঠি রেলপথ মন্ত্রণালয় থেকে আমাকে দেওয়া হয়েছে। এতে আমি অনেক খুশি হয়েছি। সাভারবাসীও নিঃসন্দেহে অনেক খুশি হয়েছে। এতে করে ঢাকা থেকে সাভার হয়ে যারা বিভিন্ন পথে চলাচল করেন, তাদের আর যানজটে পড়তে হবে না বলে আশা করি।



 

Show all comments
  • Shohan ১ সেপ্টেম্বর, ২০১৯, ১:২৮ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাটুরিয়া রুট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ