Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইজতেমা মাঠে হামলার বিচার ও নির্ধারিত সময়ে ইজতেমা চাই

-মুফতি রুহুল আমীন, গওহরডাঙ্গা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগের সাথী, আলেম-উলামা ও ছাত্র-শিক্ষদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন। তিনি এই সন্ত্রাসী হামলা ও হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গতকাল গওহরডাঙ্গা বেফাক আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি জানান।
সভাপতির বক্তব্যে মুফতি রুহুল আমীন বলেন, সা’দের আকিদা সকল ভ্রান্ত মতবাদকে ছাড়িয়ে গেছে। তার মতোবাদ এখন জঙ্গী মতবাদে রূপ নিয়েছে। এখনই যদি তাদেরকে প্রতিহত না করা হয় তাহলে দেশের আইন-শৃঙ্খলা চরম হুমকির মুখে পরবে। তিনি বলেন, দিবালোকে ওয়াসিফ, নাসিম, আশরাফ আলীদের এ হামলা পরিকল্পিত। যা দেশের আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার গৌরব নষ্ট করেছে। সমাবেশ তিনি বলেন, এই হামলার নির্দেশদাতাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে দেশের ধর্মপ্রাণ মুসলমান কঠিন আন্দোলন গড়ে তুলবে, তখন এর দায়ভার প্রশাসন ও সরকারকেই বহন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মাওলানা শামছুল হক, শাইখুল হাদিস মুফতি আব্দুর রউফ, খাদেমুল ইসলামের সেক্রেটারি জেনারেল মাওলানা আজিজুর রহমান, খুলনার মাওলানা আসাদুল্লাহ, মাওলানা মাশহুদুর রহমান, মাওলানা কাবিরুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মুফতি উসামা আমীন প্রমুখ।



 

Show all comments
  • মুহাম্মাদ ওয়ালি উল্লাহ ৭ ডিসেম্বর, ২০১৮, ৯:২৬ এএম says : 0
    আল্লাহ তা,আলা সাদ সাহেবকে হেদায়েত দান করুন এবং তার সাথে আরও যেসব.. আছে ওয়াসিফ নাসিম এদেরকেও হেদায়েত দান করুন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইজতেমা মাঠে হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ