প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টিভেন ক্যাপল জুনিয়র পরিচালিত স্পোর্টস ড্রামা ‘ক্রিড টু’। ক্যাপল জুনিয়র পরিচালিত অন্য একমাত্র চলচ্চিত্র ‘দ্য ল্যান্ড’ (২০১৬); এছাড়াও তিনি টিভি চলচ্চিত্র ও একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
অ্যাডোনিস ক্রিড (মাইকেল বি. জর্ডান) তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। ১৯৮৫ সালে তার বাবা অ্যাপোলো ক্রিড রুশ বক্সার আইভান ড্রাগোর সঙ্গে লড়তে গিয়ে নিহত হয়েছিল। এখন তাকে ড্রাগোর ছেলে ভিক্টরের সঙ্গে লড়ার জন্য প্রস্তাব এসেছে। তার বাবার বন্ধু এবং ট্রেইনার রকি বালবোয়ার (সিলভেস্টার স্ট্যালোন) আপত্তি থাকা সত্যেও অ্যাডোনিস চ্যালেঞ্জ গ্রহণ করে। উপায়ন্তর না দেখে রকি অ্যাডোনিসকে প্রশিক্ষণ দেয়া শুরু করে আর অ্যাডোনিসও তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেয়া শুরু করে।
হলিউড শীর্ষ পাঁচ
১ রাল্ফ ব্রেকস দি ইন্টারনেট
২ ক্রিড টু
৩ ড. স্যুস’ দ্য গ্রিঞ্চ
৪ ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য ক্রাইমস অফ গ্রিন্ডেলওয়াল্ড
৫ বোহেমিয়ান রাপসোডি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।