Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনা সদর-৫ নির্বাচনী আসনে কে পাবেন ধানের শীষ প্রতীক

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ৮:০২ পিএম

আসন্ন একাদেশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ সদর আসনে কে পাচ্ছেন ধানের শীষ প্রতীক এ নিয়ে মানুষের মাঝে কৌতুহল জল্পনা- কল্পনা চলছে। জামায়াতের নেতা অধ্যক্ষ মাও: মো: ইকবাল হোসাইন বিএনপি’র চিঠি নিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে ছিলেন। তাঁর মনোনয়ন বৈধ হয়েছে। এদিকে, বিএনপি চোয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসও বিএনপি’র পত্র নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। তাঁর মনোনয়ন পত্রও বৈধ হয়েছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থাকা বিএনপি তার শরিক জামায়াতের জন্য এই আসনটি ছেড়ে দেবে কিনা ? অধিকাংশের ধারণা এক সময়ে জামায়াতের দখলে থাকা পাবনা সদর আসনটি এবার বিএনপি নিজেদের মধ্যে রাখবে। তাহলে ধানের শীষের প্রতীক পাওয়ার সমূহ সম্ভাবনা শিমুল বিশ্বাসের। আর যদি তা না হয় তাহলে এই আসনটি শরিক দলকে ছেড়ে দিতে হবে। নির্বাচনে বিজয়ী হতে হলে বিএনপি জামায়াতের ভোট দরকার হবে উভয় প্রার্থীর জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ