Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রংপুর-৫ আসনে বিএনপি প্রার্থী গোলাম রাব্বানীর মনোনয়ন বাতিল

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ২:০১ পিএম

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপি প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
আজ বৃহস্পতিবারর সকাল সাড়ে ১০টার দিকে গোলাম রব্বানীর পক্ষে তার আইনজীবী বায়েজিদ ওসমানী গোলাম রব্বানীর প্রস্তাবক এবং সমর্থকসহ বিএনপি-জামাতপন্থি আইনজীবীদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীব।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পদত্যাগ গ্রহণের কাগজ না আসা এবং হলফনামায় দুটি মামলার তথ্য উল্লেখ না করার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ বিষয়ে গোলাম রাব্বানীর আইনজীবী বায়েজিদ ওসমানী বলেন, যাচাই-বাছাইয়ের সময় আমাদের কথা বলার সুযোগ না দিয়েই একতরফাভাবে রিটার্নিং কর্মকর্তা রায় ঘোষণা করেছেন।
তিনি বলেন, যে দু’টি মামলার কথা বলা হয়েছে সেই দুটি মামলায় গোলাম রাব্বানীর নাম নেই। আমরা তথ্য দিতে চাইলেও রিটার্নিং কর্মকর্তা কোনো কথা শোনেননি। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই কক্ষে তাকেসহ অন্যদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং অশালীন ভাষায় গালাগাল করতে থাকেন। এ সময় তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। তিনি আরও বলেন, তারা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন।
তবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীব জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। কিন্তু তার উপজেলা চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি সংক্রান্ত কাগজ না আসায় এবং মামলার তথ্য উল্লেখ না করার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের পর শেষ দিনে গোলাম রব্বানী রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ না করায় উচ্চ আদালতে এ ব্যাপারে আবেদন করলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। পরে বুধবার দুপুর ১২টার দিকে গোলাম রব্বানীর পক্ষে তার আইনজীবী, সমর্থক ও প্রস্তাবক মিলে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হাবীবের কাছে মনোনয়ন দাখিল করেন। পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথে মিঠাপুকুর থানা পুলিশ তার প্রস্তাবক ওমর ফারুক (৫০)কে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ