Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের পাশাপাশি সহায়তা দেয়া হবে স্থানীয়দেরও

কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত

বিশেষ সংবাদদাতা কক্সবাজার ও টেকনাফ উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, বিপুল পরিমাণ রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকার পরিবেশ ও স্থানীয় মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু মানবিক সহযোগিতা এতদিন কেবল রোহিঙ্গাদের দেয়া হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা দেয়া দরকার বলে মনে করেন তিনি।
তিনি বলেন, এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থায়নে সূর্যের হাসি ক্লিনিক নিরাপদ স্বাস্থ্যসেবা দিচ্ছে বলে জানিয়ে রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের জনগণের জন্যও যুক্তরাষ্ট্র সরকার এ সহায়তা অব্যাহত রাখবে।
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে বেসরকারি সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার এসব কথা বলেন। গতকাল বুধবার দুপুরে ওই ক্লিনিক পরিদর্শনে যান তিনি। প্রায় ঘণ্টাব্যাপি পরিদর্শনে তিনি ক্লিনিকের নানা কার্যক্রম ঘুরে দেখেন। যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত এ ক্লিনিকের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। ক্লিনিকের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলারও আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত।
এসময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচকে আনোয়ার, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিন্সিপাল নুর আহমদ আনোয়ারী, পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর হাসান টিটু। আরো ছিলেন, মিশন ডিরেক্টরের ডেরিক ব্রাউন, সিওপি সিনিয়র ড. সুকুমার ও জেমস এল গ্রিফিন এনটিএস আব্দুল মতিন ও শেখ নজরুল ইসলাম এবং ক্লিনিক ম্যানেজার অজয় কুমার চৌধুরী প্রমুখ। বাংলাদেশে নতুন নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার দু-দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ