Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনের বুক বুলেটে ঝাঝরা করে দেওয়া হয়েছে -শফিউল আলম প্রধান

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ২০ দলীয় জোট নেতা জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, পুরো নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার ও ইসি শুধু প্রশ্নবিদ্ধই নয়-নির্বাচনের বুক বুলেটে ঝাঝরা করে দেওয়া হয়েছে। তারপরেও বেগম খালেদা জিয়া ও ২০ দলের ডাকে পল্লি বাংলার নীরস্ত্র মানুষ অসাধারণ সংগ্রামে নেমেছেন। ফলাফলের দিকে না তাকিয়ে ইউপি নির্বাচনকে আগামীদিনের গণসংগ্রামের প্রস্তুতি হিসেবে গ্রহণ করুন।  গতকাল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিয়াইল ইউনিয়নে দিনভর গণসংযোগ শেষে বিকালে জয়পুর শাহ ফাতেহ আলী মাজার সংলগ্ন মাদরাসা মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন। বর্তমান ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মতিয়ার রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ২০ দলীয় জোট প্রার্থী ইশতিয়াকুল আলম। তিনি বলেন, মনে রাখবেন স্থানীয় সরকার নির্বাচন আমাদের লক্ষ্য নয়। দিল্লির তাবেদার ভোটারবিহীন সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের সংগ্রাম। লাখো শহীদদের সাথে বেঈমানী করতে দেওয়া হবে না। ২০ দলীয় জোটের চাদর পরে যারা তলে তলে নৌকার সাথে হাত মিলিয়েছেন তাদের ব্যাপারে হুঁশিয়ার থাকবেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনের বুক বুলেটে ঝাঝরা করে দেওয়া হয়েছে -শফিউল আলম প্রধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ