বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগর বিএনপির সভাপতি ও কোতোয়ালী আসনে ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে গায়েবি মামলায় আটকে রাখা হয়েছে অভিযোগ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপি নেতারা। চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের পক্ষে এক মতবিনিময় সভায় গতকাল মঙ্গলবার বিএনপি নেতারা এ দাবি জানান। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগস্থ বাসভবন চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার, মহানগর বিএনপি নেতা এস এম সাইফুল আলম, ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, শাহেদ বক্স, মো. শাহ আলম, হামিদ হোসেন, জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, ডা. এস এম সরওয়ার আলম, হাজী নুরুল আকতার, শহিদুল ইসলাম শহীদ, সাইফুর রহমান বাবুল, মো. ইদ্রিস আলী, ডা. লুসি খান, শফিক আহমদ, হাজী বাদশা মিয়া, আ খ ম জাহাঙ্গির, নগর মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি বেগম ফাতেমা বাদশা প্রমুখ।
বিএনপি নেতারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সরকার দলীয় নেতাদের বক্তব্য, আচরণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। আওয়ামী লীগ নেতা ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করার সামিল। তারা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণকারী কারাবন্দী ডা. শাহাদাত হোসেন, মাহবুবুর রহমান শামীম ও আবুল হাসেম বক্করসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।