Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে বিএনএফ প্রার্থী গ্রেফতার

প্রতারণা মামলা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদতা : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বগুড়া আদমদীঘিতে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের জিলানীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিদেশে লোক পাঠানোর নামে অর্থ আত্মসাতের মামলায় সোমবার রাত ১০টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল কাদের জিলানী দলীয় সমর্থনে বগুড়া-৩ আসনে থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পুলিশ জানায়, পূর্বে সে নিজ এলাকায় আদম ব্যাপারীর কাজ করত। এলাকার বেশ কিছু লোককে বিদেশে পাঠানোর নাম করে টাকা নিয়ে আত্মগোপন করে। ২০০৫ সাল থেকে সে এলাকা ছাড়া। এ ব্যাপারে তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়। এর পর নওগাঁ চীফ জুডিসিয়াল আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। নির্বাচনের কারণে সে এলাকায় এলে পুলিশ গ্রেফতারী পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনএফ প্রার্থী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ