Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রেল মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘যাত্রী সেবা সপ্তাহ’

বিশেষ সংবাদদাতা: | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

রেলপথ মন্ত্রণালয়ের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল থেকে সারাদেশে পালিত হচ্ছে রেলওয়ের যাত্রী সেবা সপ্তাহ। দুপুরে কমলাপুর রেল স্টেশনে সেবা সপ্তাহ উপলক্ষে ট্রেনের যাত্রীদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক। এরপর এক আলোচনা সভায়ও তিনি বক্তব্য রাখেন।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ের যাত্রীসেবার মান উন্নয়নের জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রেল এখন আগের চেয়ে অনেক জনপ্রিয়, অনেক জনবান্ধব। আগে মানুষ ট্রেনে ভ্রমণ করতো না, আর এখন সারাবছরই ট্রেনের টিকিট সঙ্কট লেগে আছে। এর কারণই হলো, রেল আগের চেয়ে উন্নত সেবা দিচ্ছে। আগামীতে এই সেবা আরও উন্নত করা হবে।
সেবা সপ্তাহ উপলক্ষে রেলমন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় রেলওয়ের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ