Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসী মৃত মেয়ের লাশ আনতে দ্বারে দ্বারে ঘুরছেন মা

লেবানন হাসপাতাল মর্গে লাশ : দূতাবাস নীরব

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভোলার বিধবা নাহার বেগম জীবন-জীবিকার সন্ধানে লেবাননে গিয়ে লাশ হয়ে হাসপাতাল মর্গে পড়ে রয়েছে । নাহার বেগম লেবাননে কোনো সড়ক দুর্ঘটনায় মৃত্যু বা পরিকল্পিত হত্যার শিকার কিনা তা’ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত নাহার বেগমের মাতা কোহিনূর বেগম মেয়ের লাশ দেশে আনার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। তবে মৃত নাহারের মাতা কোহিনূর বেগমের অভিযোগ নাটোরের দালাল আজাদের বোন নার্গিসই লেবাননে (বসবাসকারী) তার মেয়ে নাহারকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ রাস্তায় ফেলে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রবাসী নাহার বেগমের লাশ গত ১ মাস ৫ দিন যাবত লেবাননের মোনজের হাজ হসপিটাল মর্গে পড়ে রয়েছে। তার লাশ দেশে পাঠাতে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে বলেও বিধবা মাতা কোহিনূর অভিযোগ তোলেন। প্রায় দেড় বছর আগে তিন সন্তানের মুখের আহার যোগাতে মিরপুরের দালাল দেলু ও নাটোরের দালাল আজাদের মাধ্যমে নাহার বেগম লেবাননে পাড়ি জমায়। সেখানে দালাল আজাদের বোন আলোচিত নার্গিসের সাথে পরিচয় হয় নাহারের। মৃত নাহার বেগমের লাশ দ্রুত দেশে আনার জন্য সম্প্রতি মাতা কোহিনূর বেগম প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির কাছে লিখিত আবেদন করেন। মৃত নাহারের তিন শিশু ছেলে মাদরাসার ছাত্র সুমন (১০), সুজন (৮) ও হামিদ (৭) মায়ের লাশ এক নজর দেখার জন্য রাত দিন চোখের পানি ফেলছে। এদিকে, প্রতারক চক্র লেবাননে মৃত নাহার বেগমের আসল পরিচয় গোপন করে তার নাম সালমা নাহার পিতা জুলহাস মোড়ল ও মায়ের নাম সাজেদা বলে প্রচার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত মেয়ে নাহারের লাশ দ্রুত দেশে পৌছাতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন বিধবা কোহিনূর বেগম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ