Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার সমুদ্র সৈকতের স্থাপনা নির্মাণে হাইকোর্টের স্থিতাবস্থা

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী বিচ ও সুগন্ধা পয়েন্টে মার্কেট ও বিভিন্ন স্থাপনা নির্মাণকাজের ওপর ছয় মাসের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর। এর আগে গত মাসে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে এ রিট দায়ের করা হয়।
আইনজীবী সাঈদ আহমেদ কবীর জানান, গত ১৩ জুন কক্সবাজারের জেলা প্রশাসকের সভাপতিত্বে এক সভায় কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটি এসব পয়েন্টে রাত্রিকালীন বাজার ও মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নেয়। কিন্তু পরিবেশ সংরক্ষণ আইনে কক্সবাজারের সংকটাপন্ন এলাকাগুলো সংরক্ষণের বিষয়ে বলা আছে। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর লিগ্যাল নোটিশ দেয়া হয়। পরবর্তীতে রিট করা হয়। এ রিটের শুনানি নিয়ে আদালত স্থিতাবস্থাসহ রুল জারি করেন। রুলে ১৩ জুন কক্সবাজারের বিচ ম্যানেজমেন্ট কমিটির এ বিষয়ে সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও সংবিধান পরিপন্থ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিচ ম্যানেজেমেন্ট কমিটির চেয়ারপারসন কক্সবাজার জেলা প্রশাসক, কক্সবাজার পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক , কক্সবাজারের সহকারী কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ