বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : ‘স্যার আমি ভুয়া চিকিৎসক, আমাকে মাফ করে দিন’Ñ এভাবেই ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকারোক্তি দিলেন ভুয়া চিকিৎসক রাসেল কান্তি নাথ ওরফে আর কে নাথ। গতকাল (বুধবার) নগরীর বাকলিয়া থানার সৎসং সরণি, বাস্তুহারা এলাকায় একটি ফার্মেসীতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। এ সময় ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। তিনি দীর্ঘদিন থেকে ডাঃ আর কে নাথ শিশু বিশেষজ্ঞ সাইনবোর্ড টাঙিয়ে লোকজনকে চিকিৎসা দিয়ে আসছিলেন। আটকের পর তিনি স্বীকার করেন এসএসসি পাস করার পর আর্থিক কারণে আর পড়ালেখা হয়নি। এরপরও ডাক্তার হিসেবে কেন ভুয়া সাইনবোর্ড লাগিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিন/চার বছর আগে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে ছয় মাস মেয়াদী এলএমএফ প্রশিক্ষণ নেন। ওই প্রশিক্ষণকে পুঁজি করেই তিনি চিকিৎসা করছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসক না লিখলে রোগী আসে না। এ কারণে নামের শেষে এ উপাধি লিখে দিয়েছেন। প্রতারণার দায়ে ভুয়া ডাক্তার রাসেল কান্তি নাথকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে প্রতারণা আর করবেন না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।