Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (সোমবার) নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ওশানোগ্রাফি, শিক্ষা ও প্রশাসন, বাংলা ও প্রাণীবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিভাগগুলো এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামান। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, আইআইটি’র পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া। এছাড়াও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান ড. মো. আবদুর রশিদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এম গোলাম মোস্তফা, শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান বিপ্লব মল্লিক, শিক্ষা প্রশাসন বিভাগের সমন্বয়ক মো. ওয়ালিউর রহমান আকন্দ, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান মো. শাহ্রিয়ার মু আরিফুর রহমান, প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আ.শ.ম. শরীফুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগসমূহের অন্যান্য শিক্ষক, বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রী ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবিপ্রবিতে নবীনবরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ