বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল ভারতে ৭ দিনের শুভেচ্ছা সফরশেষে রোববার দেশে প্রত্যাবর্তন করেন। ৫০ সদস্যের প্র্রতিনিধি দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ অফিসার ও তাদের স্ত্রীগণ গত ২৬ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে ভারত গমন করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে প্রতিনিধি দলটি দিল্লি, আগ্রা ও কলকাতার ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণ করেন। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনী প্রধানের মধ্যে আলোচনার ভিত্তিতে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতে দুই দেশের সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে দ্বিপাক্ষিক সফরের সিদ্ধান্ত গৃহিত হয়। এরই ফলশ্রুতিতে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে প্রথম ধাপে বাংলাদেশ হতে প্রতিনিধি দল ভারতে গমন করে। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী হতেও অনুরুপ প্রতিনিধি দল বাংলাদেশে আগমন করবে এবং এ ধরনের দ্বিপাক্ষিক সফর অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।