Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় তাবলীগের প্রতিবাদ মিছিল পথসভা ও মোনাজাত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

টঙ্গী ইজতেমার মাঠে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার প্রতিবাদে ভোলায় মাওলানা জুবায়েরের অনুসারীরা প্রতিবাদ মিছিল, সমাবেশ ও দোয়া মোনাজাত করেছেন।
গতকাল ভোলা নতুন বাজার চত্তরে পথসভা শেষে মিছিল সহকারে ভোলা জেলা মারকাজ কাবিল মসজিদের সামনে এসে মহান আল্লাহর দরবারে নিহতের রুহের মাগফেরাত কামনা, আহতদের সুস্থতা, হামলাকারীদের হেদায়েত ও বিচার দাবি করে মোনাজাত শেষ করা হয়। তার আগে নতুন বাজার চত্বরে পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমানসহ ওলামাগণ। বক্তারা বলেন মাওলানা সাদপন্থীদের একটি কুচক্রি মহল ইন্ধন দিয়ে এসব অনৈতিক, অন্যায় কাজ করেয়েছে। যার সঠিক তদন্তের মাধ্যমে বিচার করে দৃষ্টান্তমূলক বিচার না করলে আরো কঠিন অন্দোলন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা বশির উল্লাহ, মাওলানা আবুল খায়ের, হাফেজ মাওলানা হাবিব উল্লাহ, মাওলানা মিজানুর রহমানসহ জেলার আলেম ওলামা, জেলা তাবলীগ জামাতের সুরার সাথী ও শত শত আম সাথী উপস্থিত হয়ে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।



 

Show all comments
  • হাবিব ৪ ডিসেম্বর, ২০১৮, ১:১৩ পিএম says : 0
    ওদের বিচার চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাবলীগ

১৫ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ