Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর ডার্ক নাইটের ভূমিকায় ফিরবেন না ক্রিস্টিয়ান বেল

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

ক্রিস্টিয়ান বেল আর কেইপড ক্রুসেডার ওরফে ব্যাটম্যানের ভূমিকায় অভিনয় করবেন না তার ডার্ক নাইটের উত্থান আর দেখতে পাবে না এই জনপ্রিয় সুপারহিরো সিরিজের ভক্তরা।
এ পর্যন্ত ডিসি কমিক্সের ব্যাটম্যানকে নিয়ে যত চলচ্চিত্র নির্মিত হয়েছে তার মধ্যে ক্রিস্টোফার নোলান পরিচালিত দ্য ডার্ক নাইট ট্রিলজি’ যে সবচেয়ে সেরা আর সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই তিন ফিল্মে ব্যাটম্যান আর ব্রুস ওয়েনের ভূমিকায় অভিনয় করেছেন ক্রিস্টিয়ান বেল। গত সপ্তাহে বেল জানিয়েছেন এই সিরিজ নিয়ে যথেষ্ট হয়েছে এবং এই সিরিজে ফেরার কোনও পরিকল্পনা তার নেই।
তার সর্বশেষ চলচ্চিত্রের প্রিমিয়ারে তিনি সাংবাদিকের ব্যাটম্যান সিরিজে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, “না, না, যথেষ্ট হয়েছে। আমরা, ক্রিস্টিয়ান আর আমি তিনটি ফিল্মে, এটাই বেশি।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ