Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইসিবিএম’র উদ্যোগে জানুয়ারিতে বাংলা গানের উৎসব

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আগামী বছরের ২৫ জানুয়ারি বাংলা একাডেমিতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর বেঙ্গলি মিউজিকের (আইসিবিএম) উদ্যোগে অনুষ্ঠিত হবে বাংলা গানের উৎসব। বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের চেয়ারম্যান এবং আইসিবিএম’র প্রতিষ্ঠাতা ড. লীনা তাপসী খান এ তথ্য জানিয়েছেন। উৎসবে যত ধারার বাংলা গান আছে, সব বিষয়ে আলোচনার পাশাপাশি দিনব্যাপী সংগীত পরিবেশনা চলবে। এতে রবীন্দ্র-নজরুল, লালনগীতি, লোক, বাউল, ভাটিয়ালি, আধুনিকগানসহ বাংলা সংগীতের সব ঘরানার গান পরিবেশন করবে দেশীয় শিল্পীরা। উৎসবে খ্যাতনামা সংগীতশিল্পীদের চেয়ে উদীয়মান শিল্পীদেরই বেশি প্রাধান্য দেয়া হবে। বিশেষ করে বাংলা গান নিয়ে কাজ করছে, গানের বিশেষ একটি ঘরানা নিয়ে নিয়মিত চর্চা-গবেষণা করছে, এমন শিল্পীদের এ আয়োজনে অধিক গুরুত্ব দেয়া হবে। লীনা তাপসী খান বলেন, আয়োজনটি নিয়ে আমরা আরও কিছু উদ্যোগ গ্রহণ করছি। আইসিবিএম’র প্রধান উপদেষ্টা জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যদের নিয়ে আমরা একটি আলোচনায় বসবো। এরপর এ আয়োজন স¤পর্কে বিস্তারিত জানাবো। বাংলা গানের ধারাকে সমৃদ্ধ করতেই এ উৎসবের উদ্যোগ নিয়েছে আইসিবিএম। দেশীয় সংগীতের অগ্রগতির লক্ষে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. লীনা তাপসী খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিবিএম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ