বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া - ৫ সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে জানে আলম খোকার বদলে সংস্কারপন্থী নেতা হিসেবে ইতোপূর্বে দল থেকে বহিষ্কৃত কোটিপতি ব্যবসায়ী জিএম সিরাজকে কেন্দ্র মনোনয়ন দিতে পারে এমন আশংকায় দলের তৃণমূলের নেতা কর্মীরা গণ পদত্যাগের হুমকি দিয়েছে । হুমকির বহিঃপ্রকাশ হিসেবে সোমবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত ঘোষণায় বলা হয় , ১ / ১১ পর থেকে গত ১২ বছর জিএম সিরাজ নিজে নিরাপদে ব্যবসা বাণিজ্য করে এখন নমিনেশন নিতে এসেছেন যা’ দলের তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কাজেই এখন তাকে চূড়ান্ত দলীয় মনোনয়ন দিলে বগুড়া – ৫ নির্বাচনী আসন ভুক্ত শেরপুর ও ধুনট উপজেলা বিএনপির ৯০ শতাংশ নেতা কর্মীরা এক যোগে দল থেকে গণপদত্যাগ করবে । সংবাদ সম্মেলনে প্রায় হাজার খানেক নেতা কর্মীর উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শেরপুর পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান রাফু ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।