Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মিষ্টি বিনিময় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

হিলি বন্দর সংবাদদাতা: ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি সীমান্তে সীমান্তরক্ষীদের মাঝে ভাতৃত্ববন্ধন, সৌহার্দ ও সম্প্রীতি গড়ে উঠার লক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী (বিএসএফ)-এর মধ্যে মিষ্টি বিনিময় করা হয়। দিবসটি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তনি বন্ধ রয়েছে। বন্দরের বে-সরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারি ব্যবস্থাপক এসএম হায়দার জানায়, ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে ভারতের ব্যবসায়ীরা। ফলে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে বন্দরের অন্যান্য কাজ স্বাভাবিক রয়েছে। হিলি সিপি বিজিবি কম্পানি কমান্ডার আতাহার আলী’ জানায়, প্রতিবছর উভয় বাহিনীর মধ্যে মিষ্টি বিতরণের রেয়াজ দীর্ঘদিন থেকে চালু আছে। তারই অংশ হিসেবে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মিষ্টি বিনিময় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ