প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : সংস্কারের মাধ্যমে সিনেমা হলের পরিবেশ উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে গত বছর ৩৫০টি সিনেমা হল সংস্কারে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর আওতায় প্রাথমিকভাবে ৫০টি হলকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। তবে এখন পর্যন্ত এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। জানা যায় অর্থ মন্ত্রণালয়ের বাজেট সঙ্কটের কারণে অর্থ ছাড় না হওয়ায় হল সংস্কার কার্যক্রম আটকে আছে। জানা যায়, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগ ৫০টি সিনেমা হলের একটি তালিকা করে অনুদানের অর্থ বরাদ্দের জন্য গত বছর অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয়। গত ডিসেম্বরের মধ্যে হলগুলোর সংস্কার কাজ শেষ করার কথা ছিল। কিন্তু অর্থ ছাড় না হওয়ায় কোনো কাজ হয়নি। অনুদান কমিটিতে থাকা চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, দুঃখজনক হলেও সত্য আমরা কমিটির সদস্যরা সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলাম। অর্থ মন্ত্রণালয় বাজেটের সংকট দেখিয়ে অর্থ ছাড় দেয়নি। ফলে কাজটি আর এ অর্থবছরে হচ্ছে না। পরবর্তী অর্থবছরের বাজেট পাস হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। হল মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সিনেমা হল সংস্কারে অনুদান ছাড়ের বিষয়ে সর্বশেষ কোনো আপডেট আমার জানা নেই। তিনি বলেন, ২০১০ সালে প্রধানমন্ত্রী সিনেমা হল সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে আমরা অনেকবার মিটিং করেছি। কিন্তু হচ্ছে, হবে, দেখছি এভাবে করতে করতেই সময় পার হয়ে যাচ্ছে। উল্লেখ্য, হলগুলোর সিট সংস্কার, ডিজিটাল প্রজেকশন থেকে শুরু প্রয়োজনীয় অন্যান্য কাজের জন্য সরকার হলগুলোকে এককালীন বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ থেকে ৫০ লাখ টাকা অনুদান দেয়ার কথা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।