Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দরনগরীর ২ আসনে পুরনোদের লড়াই

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বন্দরনগরীর গুরুত্বপূর্ণ দু’টি আসনে এবারও মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপির চার ভিআইপি। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি চট্টগ্রাম বন্দর এলাকার চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে এবারও আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে মুখোমুখি হন চট্টগ্রাম চেম্বারের সাবেক এ দুই সভাপতি।

অন্যদিকে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে এবারও দুই পুরনো লড়াই। এ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আওয়ামী লীগের প্রার্থী সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন। বিগত ২০০৮ সালের নির্বাচনে আবদুল্লাহ আল নোমানকে হারিয়ে নির্বাচিত হন তিনি। প্রথমবার নির্বাচিত হয়ে নৌ পরিবহন মন্ত্রী এবং পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পান আফছারুল আমীন। তবে সরকারের এ মেয়াদে তিনি মন্ত্রীত্ব পাননি। নগরীর এ দুইটি আসনে চার হেভিওয়েট প্রার্থীর লড়াই বেশ জমে উঠবে এমন প্রত্যাশা ভোটারদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ