Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসূল (সা.) এর প্রতি মহব্বত ঈমানের অন্তর্ভুক্ত

আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

বাংলাদেশ আনজুমানে আল ইসলাম’র কেন্দ্রীয় সভাপতি, আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, রাসূল (সা.) এর প্রতি মহব্বত ঈমানের অন্তরর্ভুক্ত। তিনি সকলকে আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলার পাশাপাশি পিতা মাতার খেদমতের প্রতি খেয়াল রাখার জন্য গুরুত্বারোপ করেন।

তিনি গত শুক্রবার বাদ এশা ওমান শাহ জালাল লতিফিয়া ইসলামিক সোসাইটির উদ্যোগে স্থানীয় সালালাহ বাঙালি বাজার বাসমিন মসজিদে আয়োজিত বিশাল আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সোসাইটির উপদেষ্টা লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সহ সভাপতি মো. কামাল আহমদ ও সাধারণ সম্পাদক হা. আব্দুর রাজ্জাকের যৌথ সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সালালাহ রাওয়াজ মসজিদের ইমাম ও খতিব, মিসরের প্রখ্যাত হাফিজ ও ক্বারী শায়েখ বদর আল আমির। উপস্থিত ছিলেন সিলেট ওয়েসিস হসপিটালের ডিরেক্টর, মো. ফরিদ আহমদ।

হা. বুরহান উদ্দীনের কোরআন তেলাওয়াত ও শামসুল হুদা খানের নাতে রাসূল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা খালিছুর রহমান, মুতিউল ইসলাম, দুলাল আহমদ, সফিক মিয়া, সাব্বীর আহমদ, রফিকুল ইসলাম, সেলিম আহমদ, আফু মিয়া, আব্দুল আহাদ, আহবাব হুসেন জাকির হুসেন আব্দুল মালিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ