Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরের ৬টি আসনে বৈধ ৪৬, বাতিল ১৪ জনের

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৮, ৯:৪৬ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনে ৪৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ৬টি আসনে মোট ৬০ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ১৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যায় এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল হাবীব।
তিনি বলেন, রংপুরের সংসদীয় ৬টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপিসহ ১৮টি রাজনৈতিক দলের ৬০ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ১৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ আরও ৪৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে গণ্য হয়েছে।
রংপুর-১ আসনে ১০ জনের মধ্যে বাতিল হয়েছে ৩ জন, রংপুর-২ আসনে ১৩ জনের মধ্যে ২ জন, রংপুর-৩ আসনে ১২ জনের মধ্যে ২ জন, রংপুর-৪ আসনে ৭ জনের মধ্যে ২ জন, রংপুর-৫ আসনে ১০ জনের মধ্যে ৪ জন এবং রংপুর-৬ আসনে ৮ জনের মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। আবেদন প্রক্রিয়াতে ভুল, তথ্যবিভ্রাট, মামলার তথ্য গোপন, ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে ১৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দেয়া দেয়া তথ্যানুযায়ী যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন-
রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী সিএম সাদিক ও আলী মোহাম্মদ আলমগীর। রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু এবং জাসদের কুমারেশ রায়। রংপুর-৩ (সদর ও সিটি) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুল হক ফুলু সরকার এবং স্বতন্ত্র প্রার্থী নজমুল হক। রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা) আসনে বিএনপির আমিনুল ইসলাম রাঙ্গা ও জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির ডা. মমতাজ হোসেন, শাহ সোলায়মান ফকির, মুসলিম লীগের মোছাঃ মওদুদা আকতার ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মণ্ডল। মনোনয়ন পত্র বতিল হওয়ায় এই আসনে বিএনপির কোন প্রার্থী থাকল না। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলাল হোসেন।

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ