প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনয়ের ক্যারিয়ারের শুরুর দিকে বাংলা লিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে প্রশংসিত হয়েছিলেন ফারহানা মিলি। এই বিজ্ঞাপনের পর ফারহানা মিলি আরো কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। দীর্ঘদিন পর আবারও মডেল হলেন তিনি। পূজা রোজারিওর নির্দেশনায় আরএফএল’র বেবী ডায়াপারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। ফারহানা মিলি বলেন, ‘ভালো কনসেপ্টের বিজ্ঞাপনে কাজ করার আগ্রহ সবসময়ই থাকে। তবে তা খুব কমই পাওয়া যায়। পূজা রোজারিও বেশ ভালো একজন বিজ্ঞাপন নির্মাতা। তার নির্দেশনায় কাজ করে বেশ ভালো লেগেছে। কাজটি নিয়ে আমি আশাবাদী।’ বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। এদিকে এরইমধ্যে নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন ফারহানা মিলি। একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য মিলি সঞ্জিত সরকারের নির্দেশনায় ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও তার অভিনীত শাহীন পরিচালিত ‘সোনাভান’ ধারাবাহিক নাটকটি এটিএন বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে। তার অভিনীত একমাত্র সিনেমা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।