বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে ২ সহোদরের মনোনয়ম অবৈধ ঘোষনা করা হয়েছে। একাদেশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে ২ সহোদরসহ ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য দল থেকে যারা মনোনয়ন পত্র জমা দেন তাঁদের মধ্য হতে ২ সহোদরের মনোনয়ন অবৈধ বলে ঘোষনা করা হয়েছে। ২ ডিসেম্বরে মনোনয়ন পত্র অবৈধ বলে ঘোষনা করা হয়। তাঁরা হলেন বিএনপি’র দলীয় প্রার্থী চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা ও তাঁর আপন বড়ভাই আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা স্বতন্ত্র। কারণ হিসেবে জানা যায় হাসাদুল ইসলাম হীরা উপজেলা চেয়ারম্যান পদ থেকে যে পদত্যাগ করেছিলেন সেই পদত্যাগ পত্র মন্ত্রনালয় গ্রহণ করেিেন। বিধায় তিনি এখনও উপজেলা চেয়ারম্যান থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজার মনোনয়ন পত্রের সাথে দেয়া কাগজপত্রে সমর্থকদের স্বাক্ষর জাল থাকায় তাঁরও মনোনয়ন বাতিল করা হয়েছে। এখন পর্যন্ত পাবনা-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম ও বিমান বাহীনির সাবেক প্রধান ফরিদপুর উপজেলার ফখরুল আজম রনি’র মনোনয়ন বৈধ। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আব্দুল মোতালেব এবং গণতন্ত্র পার্টির খায়রুল আলম এর মনোনয়ন বৈধ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।